নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মিহিজাম :: রবিবার ১৬,জুন :: গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম দিলীপ শর্মা, পিতা সুরেশ মিস্ত্রী, যিনি মিহিজামের বাসিন্দা। জামতাড়ার এসপি অনিমেষ নাইথানি আজ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি বলেন, গ্রেফতার হওয়া আসামি তার জবানবন্দিতে স্বীকার করেছে যে, এ ঘটনা তার দ্বারাই ঘটানো হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত পিস্তলটিও পুলিশ বাজেয়াপ্ত করেছে বলে জানিয়েছেন ।
এসিপি জানান যে সিডিপিও জামতারার নেতৃত্বে একটি সিট দল গঠন করা হয়েছে এবং ঘটনার তদন্ত করছে। গঠিত এসআইটিতে মহকুমা পুলিশ আধিকারিক বিকাশ কুমার লাগরি, সাইবার স্টেশনের ইনচার্জ ইন্সপেক্টর
আব্দুল রেহমান, জামতারা সার্কেল ইন্সপেক্টর রবীন্দ্র কুমার যাদব, মিহিজাম থানার ইনচার্জ রাজীব রঞ্জন কুমার, পুলিশের উপ-পরিদর্শক গুলশান কুমার সিং, কারিগরি শাখা। কনস্টেবল সন্তোষ কুমার সিং এবং সুশীল কুমার ঝা ছাড়াও মিহিজাম থানার সশস্ত্র বাহিনীর কর্মীরা তদন্তে রয়াছেন ।