নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ১,নভেম্বর :: মিহির বসু, ভাস্কর গাঙ্গুলী, বিকাশ পাজি, ৭০ দশকের ভারতীয় ফুটবলে এশিয়ায় নাম করেছিলেন এবার তাদের গলায় আক্ষেপের সুর এখন ছেলেমেয়েরা ফুটবল মুখী হচ্ছে না ।
ভারতীয় ফুটবলে পরিকাঠামোর অভাব রয়েছে যার জন্য গ্রাম বাংলা থেকে যেসব প্রতিভাবান ফুটবলার রয়েছে তাদেরকে বাছাই করে তুলে আনতে গেলে স্কুল লিগ চালু করতে হবে বহুদিন পরে মহিলা ফুটবল এশিয়াতে যোগ্যতা নির্ণয় ম্যাচ খেলতে যাবে এটা গর্বের কিন্তু ফুটবলে অনেক পিছিয়ে রয়েছি আমরা।
এদিন বসিরহাট প্রাণকেন্দ্র ভ্রাতৃ সংঘের সংবর্ধনা অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করেন ভাস্কর গাঙ্গুলীরা পাশাপাশি ভূমিপুত্র মিহির বসুর কে ইতিমধ্যে ইস্টবেঙ্গল লাইভ টাইম অ্যাচিভমেন্ট দিয়েছে।
এদিন প্রাক্তন ফুটবলার রবীন ঘোষ সহ ফুটবলারদের বাংলা তিন প্রধান ক্লাবের রং ভুলে গিয়ে বসিরহাটের প্রাচীন টাউন ক্লাব ফুটবল প্রেমী মৃদুল সিং ছাড়াও মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান ক্লাবের সদস্যরা সবাই তাকে স্মারক ফুল মিষ্টি দিয়ে সংবর্ধিত করেন।
পাশাপাশি সংবর্ধিত হন বিকাশ পাজি ভাস্কর গাঙ্গুলীরাও প্রাক্তন বর্তমান ফুটবল সংমিশ্রণে এই সংবর্ধনা অনুষ্ঠানে ফুটবল তারকাদের ভীড় ছিল চোখে পড়ার মতো।

