মুখমন্ত্রী কে ধন্যবাদ জানিয়ে কাঁকসার রাজবাঁধ স্টেশন থেকে বাইক মিছিল করলো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সোমবার ২৩,ডিসেম্বর :: রাজ্যের মুখ্যমন্ত্রী ১২লক্ষ পরিবারকে আবাস যোজনার বাড়ি তৈরি করতে ১লক্ষ ২০ হাজার টাকা প্রদান করার প্রক্রিয়া শুরু করতেই রাজ্য জুড়ে খুশির হওয়া বইতে শুরু করেছে।

তাই মুখমন্ত্রী কে ধন্যবাদ জানিয়ে কাঁকসার রাজবাঁধ স্টেশন থেকে বাইক মিছিল করলো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত মিছিল এদিন রাজবাঁধ স্টেশন থেকে মিছিল শুরু করে কাঁকসার গোপালপুর হয়ে কাঁকসার আড়া এলাকায় শেষ হয়।

এদিন মিছিলে ব্লকের সভাপতি নব কুমার সামন্ত সহ উপস্থিত ছিলেন তৃণমূল নেতা প্রভাত চট্টপাধ্যায়,ছাত্র নেতা রাজেশ কোনার,যুব নেতা কুলদীপ সরকার,জেলার কিষান ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য,মহিলা তৃণমূল কংগ্রেসে সভানেত্রী দেবযানী মিত্র ও ব্লকের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − five =