মুখ্যমন্ত্রীকে ছাপ্পাশ্রী দেওয়া হোক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

নিজস্ব সংবাদদাতা :: মগরাহাট :: সংবাদ প্রবাহ ::  তৃণমূলের বিধায়কের বাইরে ছাপ্পা দিতে সোমবার থেকে বিধানসভায় ছাপ্পা দিচ্ছে। মুখ্যমন্ত্রীকে অবিলম্বে “ছাপাশ্রী”দেয়া হোক। মগরাহাটের ইয়ারপুরে জনসভায় এসে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা মগরাহাট এর জনসভায় যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই জনসভা থেকে রাজ্যের একের পর এক দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে কার্যত কড়া ভাষায় বিঁধলে শুভেন্দু অধিকারী।এই জনসভাতে উপস্থিত থাকার কথা ছিল আসানসোল বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পল ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। বিধানসভায় বিজেপির এর প্রতিবাদ থাকার কারণে সবাই এসে অন উপস্থিত হতে পারেনি অগ্নিমিত্রা পল ও রুদ্রনীল ঘোষ। আজকের এই জনসভা থেকে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের কাজ নিয়ে মুখ্যমন্ত্রী কে কড়া ভাষায় কটাক্ষ করে তিনি বলেন,”কেন্দ্রের প্রকল্পগুলিকে রাজ্য সরকার নিজেদের প্রকল্প বলে এতদিন চালাচ্ছিল, কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে তাই এত আন্দোলন হচ্ছে। রাজ্যে এখন কাঠ মানির সরকার চলছে। বাম আমলে এই মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে দেনা করেছে বলে আন্দোলন করতো। এখন এই রাজ্য সরকার বাম আমলের দেনার টাকার অঙ্ক ছাড়িয়ে গিয়েছে। সংখ্যালঘুদের নিয়ে ভোটের রাজনীতি করছে মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার তোষণে রাজনীতি করছে। এই সভা থেকে তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গ এখন দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গিয়েছে, রাজ্যে চাকরি নেই বেকারত্ব বাড়ছে। “তৃণমূলের একটাই পোস্ট বাকি সব লেম পোস্ট”। লক্ষীর ভান্ডার দিতে গিয়ে রাজ্য সরকার দেউলিয়া হয়ে গিয়েছে। রাজ্য কোন শিল্প নেই শিল্প উল্টে রাজ্যের কারখানা গুলি বন্ধ হয়ে যাচ্ছে না হলে অন্য রাজ্যে চলে যাচ্ছে। তৃণমূলের সবাই চোর। এই সভা থেকে তিন কর্মী-সমর্থকদের আশ্বাস দেন, জনগণের টাকা আত্মসাৎ করেছে তাদেরকে দেখে নেয়া হবে। এই দিনের সভা থেকে আগামী দিনের রাজ্যের বিরোধী দলনেতা একগুচ্ছ কর্মসূচির কথা তিনি জানালেন। এই সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ২০২৪ শে রাজ্যের লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে হবে এমনটাই ইঙ্গিত দিলেন। এই জনসভা থেকে কর্মীদের মনবলকে উজ্জীবিত করতে তিনি বলেন,২০২৪ শের ভোট রাজ্য পুলিশ দিয়ে হবে না, এবার কেন্দ্রের পুলিশ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =