মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে নবদ্বীপে শহরজুড়ে সংকীর্তন সহযোগে পদযাত্রা গৌড়ীয় বৈষ্ণব সমাজের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ   ::  মঙ্গলবার ২৯,এপ্রিল ::  দীঘায় জগন্নাথ মন্দির গড়ে তোলায় মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে নবদ্বীপে শহরজুড়ে সংকীর্তন সহযোগে পদযাত্রা গৌড়ীয় বৈষ্ণব সমাজের। মঙ্গলবার সকালে প্রাচীন মায়াপুর জন্মস্থান মন্দিরের সামনে থেকে রবীন্দ্র সংস্কৃতি মঞ্চ পর্যন্ত অসংখ্য বৈষ্ণব ধর্মালম্বী মানুষদের নিয়ে শহর জুড়ে পদযাত্রার আয়োজন করে নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজ।
বুধবার শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে ভগবান জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা আনুষ্ঠান হতে চলেছে নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দিরে।অন্যান্য বিশিষ্টজনেদের পাশাপাশি জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,
সম্পূর্ণ রূপে সরকারি অনুদানে গড়ে উঠেছে দীঘার জগন্নাথ মন্দির,একদিকে পর্যটনকেন্দ্র অপরদিকে দীঘার সুমদ্র সৈকতে সনাতনীদের জন্য জগন্নাথ মন্দির গড়ে তোলায় মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাতে
এদিন নবদ্বীপ শহরজুড়ে জগন্নাথ দেবের প্রতিকৃতি নিয়ে হরিনাম সংকীর্তন সহযোগে পদযাত্রার আয়োজন করে নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + sixteen =