সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ২১,এপ্রিল :: মুখ্যমন্ত্রীর কুশপুতুল নিয়ে পুলিশ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মধ্য ধস্তাধস্তি ও খণ্ডযুদ্ধ। মুখ্যমন্ত্রীর পদত্যাগ, শিক্ষকের চাকরি যাওয়া,
ওয়াকফ আন্দোলনের নামে সনাতনীদের উপর হামলা সহ একাধিক দাবিতে সোমবার সারা রাজ্যের সাথে শিলিগুড়িতেও বিক্ষোভ দেখালো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপির) কর্মীও সমর্থকরা।
শিলিগুড়ির হাসমি চকে বিক্ষোভ দেখানোর সময় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করতে গেলে কুশপুতুল ছিনিয়ে নেয় পুলিশ ৷ ফলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সাথে কুশপুতুল নিয়ে খন্ডযুদ্ধ ও ধস্তাধস্তি হয়। হাসমি চকে বিক্ষোভ দেখানোর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।