মুখ্যমন্ত্রীর ঘোষণার আট বছর পর ভাগীরথী সেতুতে মাটি পরিক্ষার কাজ শুরু হতেই খুশির হাওয়া কালনায়।শুরু হতে চলছে সেতুর কাজ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: শুক্রবার ১৯,সেপ্টেম্বর :: মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও আট বছর কেটে গিয়েছে। এখনও ভাগীরথীর উপরে পূর্ব বর্ধমান জেলার কালনা এবং নদিয়ার শান্তিপুরের মধ্যে সেতু তৈরির জন্য জমি কেনার কাজই শেষ করতে পারেনি জেলা প্রশাসন।

২০২২ সালের পর থেকে নতুন করে জমি কেনা হয়নি। স্বাভাবিক ভাবেই সেতু হবে কি না, তা নিয়েই প্রশ্ন রয়েছে বিস্তর। আর তারই মাঝে এবার সুখবর, মাটির সয়েল টেস্টিং এর জন্য কাজ শুরু হয়ে গেল ।ফলে ব্রিজ হওয়ার দিকে আরো একধাপ এগলো সরকার।

স্থানীয় সাতগাছি পঞ্চায়েতের প্রধান হরে কৃষ্ণ মন্ডল বলেন, বাইরে থেকে মেশিন এসে মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে

                                                                           সেতুর জন্য জনৈক জমি দাতা

মুখ্যমন্ত্রী বলেছিলেন কালনা শান্তিপুর ব্রিজের কথা তার আনুষ্ঠানিক কাজ শুরু হল বলা যেতে পারে। যদিও এখনো 98% জমি কেনা সম্পন্ন হয়েছে। কিন্তু যারা এখনো জমি দেয়নি, তারা জমি দেবে বলেও জানিয়েছেন প্রধান।

২০১৮ সালে কালনায় একটি সভা থেকে সেতুটির কথা ঘোষণা করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ২০২২ সালের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। খরচ ধরা হয় হাজার কোটি টাকা। কিন্তু জমির দাম নিয়ে আপত্তি, শরিকি বিবাদের মতো নানা সমস্যায় জমি কেনাই শেষ হয়নি।

তবে মাটির সয়েল টেস্টিং এর কাজ শুরু হওয়ায় এবার আশার আলো দেখছেন স্থানীয় এলাকার বাসিন্দা থেকে শুরু করে জমিদাতারা।

এ প্রসঙ্গে এক জমিদাতা তিনি বলেন আমিও জমি দিয়েছিলাম এবার হয়তো কাজ শুরু হবে। তবে অনিচ্ছুক জমিদাতাদের মধ্যে এক ব্যক্তি জানান আমরা ব্রিজের বিপক্ষে নই আমরা সঠিক মূল্য পেলে জায়গা ছেড়ে দেবো। সঠিক মূল্য না পেলে আমরা বাড়িঘর কোথায় করব কিভাবে থাকবো প্রশ্ন তুলেছেন তিনিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − twelve =