মুখ্যমন্ত্রীর ছবি বিকৃতি করে সোশাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে মালদার চাঁচলে গ্রেফতার কংগ্রেস ও সিপি আই এম এর দুই কর্মী

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মুখ্যমন্ত্রীর ছবি বিকৃতি করে সোশাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে মালদার চাঁচলে গ্রেফতার কংগ্রেস ও সিপি আই এম এর দুই কর্মী।

একই সঙ্গে তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করার অভিযোগও রয়েছে ৷ ধৃত দুই জনকে গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে চাঁচল থানার পুলিশ।

মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। চাঁচলের কংগ্রেস কর্মী মোজাম্মেল হক ও সিপিএমের কর্মী শফিকুল আলম তারা তাদের ফেসবুক একাউন্টে এই ছবি পোস্ট করেন ।

গত কয়েকদিন ধরে তারা তাদের ফেসবুক প্রোফাইলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃতি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলেছেন বলে অভিযোগ।

অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সরব হন চাঁচল ১ নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। অভিযোগ পাওয়ার পর সিপিআইএম ও কংগ্রেসের দুই কর্মীকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

এটি মুখ্যমন্ত্রীর ছবি না, পুলিশ হচ্ছে তৃণমূলের দলদাস এই ঘটনায় শাসক দলকে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস। এ বিষয়ে চাঁচল ১ নং ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান বলেন, এটি মুখ্যমন্ত্রীর ছবি না। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে কার্টুন শেয়ার করা যাবে।

এটি একটি কার্টুন। আমাদের কংগ্রেস নেতা মোজাম্মেল তার ফেসবুক একাউন্টে এটি শেয়ার করে। কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে।

অন্যদিকে সিপিএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফেরদৌস বলেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে একটি ছবি। সেখানে কারো নির্দিষ্ট নাম নেই ,কারো ছবি নেই। পুলিশ ভেবে নিচ্ছে এটা মুখ্যমন্ত্রীর ছবি। আজ ধৃত দুজনকে গ্রেপ্তার করে চাচল মহকুমা আদালতে পেশ করে মালদহের চাচল থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − two =