সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: শুক্রবার ১৫,মার্চ :: বাড়িতে পড়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাক ও কপাল ফেটে যায় বৃহস্পতিবার রাতে । মোট চারটে সেলাই পড়ে তাঁর। মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় জেলায় জেলায় দলীয় নেতা কর্মীরা পুজো দিচ্ছেন।
শুক্রবার তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরে পুজো দিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎই খবর আসে এসএসকেএম হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়। তখনও কারণ স্পষ্ট হয়নি। কিছু পরেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে তিনটি ছবি পোস্ট করা হয়। সে ছবি দেখে আঁতকে ওঠে গোটা বাংলা।
হাসপাতালের বেডে শুয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপাল কাটা। সেখান থেকে রক্ত গড়িয়ে নাক বেয়ে গাল চুইয়ে পড়েছে। এরপর থেকে প্রতিটা মুহূর্ত উদ্বেগ, উৎকণ্ঠায় কেটেছে তাঁর অনুগামীদের। যে যেখান থেকে পেরেছেন, এসএসকেএমের সামনে এসে হাজির। পরিবারের লোকজনকেও দেখা গিয়েছে সেখানে।
গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরে পুজো দিয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তিনি বলেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনার জন্য এই পুজো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত সুস্থতার কামনা করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মী সমর্থকেরা পূজা হোম যজ্ঞ করছে ।