মুখ্যমন্ত্রীর নির্দেশে এগরায় বিস্ফোরণস্থলে তদন্তে সিআইডি, বম্ব ডিস্পোজাল স্কোয়াড ও ফরেনসিক দল..

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: এগরা :: ১৭,মে :: এগরায় বিস্ফোরণ স্থলে পৌঁছাল সিআইডি’র বম্ব ডিস্পোজাল স্কোয়াড ও ফরেনসিক দল। সেই সঙ্গে ঘটনাস্থলে হাজির হয়েছেন রাজ্য পুলিশের পদস্থ আধিকারীকরাও। ঘটনাস্থলে পৌঁছে তদন্তকারীরা ইতিমধ্যে বিস্ফোরণস্থলের নমুনা সংগ্রহ শুরু করেছেন বলে খবর।

তবে এখনও পর্যন্ত অভিযুক্ত অবৈধ বাজি কারখানার মালিক ভানু বাগ বা তার পরিবারের কাউকেই পুলিশ গ্রেফতার করতে পারেনি বলেই জানা গেছে। এদিন বেলা প্রায় সাড়ে ১২টা নাগাদ পূর্ব মেদিনীপুরের এগরা ১নং ব্লকের খাদিকুল গ্রামে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৯ জন হতভাগ্য। গুরুতর জখম হয়ে হাসপাতালে আরও কয়েকজন।

এই ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিকবার গ্রেফতার হওয়ার পরেও কিভাবে অবলীলায় এমন বিশালাকায় অবৈধ বাজি কারখানা চালাচ্ছিল অভিযুক্ত ভানু ওরফে কৃষ্ণপদ বাগ তা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে পূর্ব মেদিনপুর জেলা জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 4 =