নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ৬,ফেব্রুয়ারি :: মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদা শহরের উপকণ্ঠে ট্রাক টার্মিনাস তৈরির উদ্যোগ গ্রহণ করল মালদা জেলা প্রশাসন। সেই ট্রাক টার্মিনাস তৈরির জন্য জমি পরিদর্শন করলেন মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া। এদিন তিনি মালদা শহরের কৃষি ফার্ম সংলগ্ন বাইপাস এলাকায় জমি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র, মালদা মার্চেন্টের সম্পাদক উত্তম বসাক, মালদা মাল্টি অ্যাক্সেল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৌম্যপ্রসাদ বোস মালদাট্রাক ওনার অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শুভশ্রী কুন্ডু সহ অন্যান্যরা।