নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাঙ্গড় :: রবিবার ৩,মার্চ :: নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের ঢিলছোড়া দূরত্বে পাগলাহাট বাজার চন্দনেশ্বর থানায় এলাকা, সেই পাগলাহাট বাজারের খালপাড়ে মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিনে দুপুরে, ক্যানেল ডিপার্টমেন্টের জায়গা দখল করে তৈরি হচ্ছে একের পর এক অবৈধ নির্মাণ। নজর নেই প্রশাসনের।
বিরোধীদের অভিযোগ পুলিশ প্রশাসন ও তৃণমূল নেতাদের প্রচ্ছন্ন মদতে দিনে রাতে এই দোকানগুলি তৈরি হচ্ছে। এগুলি অবিলম্বে বন্ধ হওয়া দরকার। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙ্গরের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা।