সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: শুক্রবার ১৬,আগস্ট :: আর জি করের ঘটনায় কার্যত ক্ষোভে ফুঁসছে বাংলা। কলকাতার আর জি কর হাসপাতালে তরুণী মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী নিয়ে সরব হতে দেখা গিয়েছে সমাজের বিভিন্ন মহলে মানুষজনদের।
ঘটনার প্রতিবাদে এস ইউ সি আই এর পক্ষ থেকে শুক্রবার রাজ্য জুড়ে ১২ ঘন্টার বনধের ডাক দেওয়া হয় । অন্যদিকে এদিনই বিকালে বিজেপির তরফ থেকে বিক্ষোভ ও রাস্তা অবরোধের ডাক দেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দলীয় নির্দেশ অনুযায়ী দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর বিজেপির সাংগঠনিক জেলার পক্ষ থেকে কুলপিতে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাস্তায় আগুন জ্বলিয়ে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী সমর্থকরা।
তাদের মূল দাবী মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ । তাই মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করুন । এদিনের এই রাস্তা অবরোধ ও বিক্ষোভের নেতৃত্ব দেন মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি নবেন্দু সুন্দর নস্কর।
শুধু কুলপি এলাকায় এই বিক্ষোভ আন্দোলন সীমাবদ্ধ ছিলনা , জেলার বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ডায়মন্ডহারবার , কাকদ্বীপ, মন্দির বাজার, জয়নগর, বারুইপুর , সোনারপুর , কানিং সহ একাধিক জায়গায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিজেপির কর্মী সমর্থকরা।