নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁশবেড়িয়া :: মঙ্গলবার ৯,জুলাই :: মুখ্যমন্ত্রীর বৈঠকের পর বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধারে বাঁশবেড়িয়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে সীমানা নির্ধারণের কাজ করল প্রশাসন।
এ দিন, বেদখল হয়ে যাওয়া একটি জমির সীমানা নির্ধারণ করে খুঁটি পুঁতে দিল ভূমি দফতরের আধিকারিকেরা। সঙ্গে ছিলেন, বাঁশবেড়িয়া পুরসভার প্রতিনিধি সহ প্রশাসনের কর্তারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল বিশাল পুলিশ বাহিনী। ৮.৪৭৫ একর ওই জমির বেশিরভাগ অংশে সাধারণ মানুষের বসতি গড়ে উঠেছে।
বাঁশবেড়িয়ার পুরপ্রধান আদিত্য নিয়োগী জানান, জেলা প্রশাসনের নির্দেশমতো আজ সীমানা নির্ধারণ করা হল। পরবর্তীতে যেমন নির্দেশিকা মিলবে তেমনভাবেই কাজ করা হবে। সরকারি জমিতে বসতি কিভাবে গড়ে উঠল? আদিত্যর দাবি, সম্পূর্ণটাই হয়েছে আগের বোর্ডে। তখন, তিনি পুরপ্রধানের দায়িত্বে ছিলেন না। যদিও বেদখল হওয়ার জন্য তৃণমূলেরই একটি অংশকে দায়ী করেন তিনি।