নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: কামদুনি গণধর্ষণকাণ্ডে নিহত ছাত্রীর মা সহ পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে কালীঘাটে এবং নবান্নে এসে বাধা পেলেন পুলিশের কাছে। পুলিশের তরফ থেকে তাঁদের পরিবারকে জানানো হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে হলে প্রসিডিওর মেনে তাঁদের আসতে হবে। এভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা যায় না।
এরপর নবান্নের এক নম্বর গেট থেকে পুলিশ তাঁদের শিবপুর থানায় নিয়ে আসে। তাঁদের অভিযোগের কথা শোনা হয়। এবং পরিবারকে বলা হয় তাঁদের অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে। থানা থেকে বেরিয়ে মৃতার মা জানান, ঘটনার পর প্রায় নয় বছর কেটে গেছে। মুখ্যমন্ত্রীর উপর আমাদের ভরসা রয়েছে। তাঁকে আমরা কিছু অভিযোগ জানাতে চাই। কিন্তু এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর কাছে দেখা করতে পারলাম না।
নিহত ছাত্রীর দাদা জানান, আমরা কালীঘাটে গিয়েছিলাম। নবান্নে গিয়েছিলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। ২০১৩ সালের ৭ জুন ঘটনাটি ঘটেছিল। এরপর ২০১৬ এ রায় বের হয়। এরপর থেকে ছটা বেঞ্চ চেঞ্জ হয়ে গেছে। এখনও পর্যন্ত কেস সংক্রান্ত কোনও আপডেট আমরা পাচ্ছি না। সেই কারণেই বিচার ব্যবস্থা যাতে সঠিক হয় তার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করতে চাইছি। মুখ্যমন্ত্রীকেই আমরা সমস্ত কিছু জানাতে চাই।