দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: মুখ্যমন্ত্রীর সফরের পরের দিনই মাওবাদী দের নাম করে পোষ্টার। পোষ্টার প্রসঙ্গে পুলিশের বক্তব্য চাকরির জন্য মাওবাদীর নাম করে কেউ ভুয়ো পোষ্টার দিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার সকালে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের পাটাশিমুল অঞ্চলের বিভিন্ন এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখতে পায় ওই এলাকার বাসিন্দারা।
যার ফলে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঝাড়গ্রাম থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মাওবাদী নামাঙ্কিত পোস্টার গুলি উদ্ধার করে নিয়ে যায়।
পোস্টার গুলিতে লেখা ছিল গরিবের ইন্দিরা আবাস লুটকারী টিএমসি দালাল দের গণআদালতে বিচার করে শাস্তি দাও । টিএমসির দূর হাটাও,বিজেপি হাত গুটাও ।
গুটি কয়েক চাকরি দিয়ে মাওবাদী দমানো যাবে না। প্রতিটি পোস্টার এর শেষে লেখা রয়েছে সিপিআই মাওবাদী। সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা মাওবাদী নামাঙ্কিত ওই পোস্টারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বুধবার ও বৃহস্পতিবার ঝাড়গ্রাম সফরে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করেছিলেন । সেই বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন জঙ্গলমহলে মাওবাদী নেই। বদমাশি করে কেউ ঝাড়গ্রামে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফরের আগেও বেশ কিছু এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছিল।
এরপর মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম থেকে চলে যাওয়ার পর শুক্রবার ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন । পুলিশের পক্ষ থেকে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার নিয়ে বলা হয় এগুলো ভুয়ো পোষ্টার।
চাকরি পাওয়ার জন্য কেউ বা কারা মাওবাদী নামাঙ্কিত ভুয়ো পোস্টার গুলি ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।