নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ২৬,আগস্ট :: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্ধমানের সভায় আজ হঠাৎ উত্তেজনা তৈরি হয় চাকরি প্রার্থীদের বিক্ষোভে। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সময় কয়েকজন চাকরিপ্রার্থী হাতে প্ল্যাকার্ড তুলে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্ল্যাকার্ডে মূলত নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দ্রুত নিয়োগের দাবির কথা লেখা ছিল।
ঘটনাস্থলে পুলিশ ও তৃণমূল কংগ্রেস কর্মীরা এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। বিক্ষোভকারীদের দ্রুত সরিয়ে দেওয়া হলেও কিছুক্ষণের জন্য সভায় বিশৃঙ্খলার আবহ তৈরি হয়।চাকরিপ্রার্থীরা জানান, দীর্ঘদিন ধরে পরীক্ষা ও নিয়োগের ফল প্রকাশিত হলেও তাঁদের চাকরি মেলেনি। মুখ্যমন্ত্রীর সভায় দাবি জানাতেই তাঁরা এই পদক্ষেপ নিয়েছেন।
তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে, “অন্য রাজনৈতিক দলের প্ররোচনায় এই বিক্ষোভ ঘটানো হয়েছে।” তবে বিরোধী শিবির বলছে, সরকারের ব্যর্থতাতেই চাকরিপ্রার্থীরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।