নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পান্ডুয়া :: বুধবার ২২,অক্টোবর :: হুগলির পান্ডুয়ায় বিভিন্ন কালীপুজোর মন্ডপ পরিদর্শন করেন হুগলির সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। পান্ডুয়া গোহাট মেলা তলা ব্যবসায়ী সমিতির পুজোয় এসে তিনি বলেন, প্রত্যেক বছরই আসা হয়, এবারেও এসেছি ।
সব জায়গায় যাওয়ার চেষ্টা করি। সবারই আশা থাকে আমি যেন সাতটা বিধানসভার মানুষের কাছে যেতে পারি, চেষ্টা করি সকলকে আনন্দ দেওয়ার। যতটা সম্ভব হয় চেষ্টা করি।
তিনি আরো বলেন শুভেন্দু অধিকারী বলেছেন পশ্চিমবঙ্গ কে সোজা করতে গেলে মায়ের খড়্গ হাতে নিতে হবে, তারপরে তিনি মহিলাদের তারা খান সে প্রসঙ্গে সাংসদ বলেন ,
মায়ের খড়্গ একজনার হাতেই রয়েছে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তার হাতেই খড়্গ মানায় আর কারো হাতে মানায় না। কোন কথার কুমন্তব্য হলে তখন তো মহিলারা তাড়া করবেই। মা কালীর হাতেও তো খাড়া রয়েছে। এবার মা কালীও দৌড়াবে তার পেছনে।