মুখ্যমন্ত্রী এক লক্ষ কুড়ি হাজার টাকা করে ১১ লক্ষ পরিবারকে বাংলা আবাস যোজনার ঘর দেবার আশ্বাস দিয়েছেন ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ৬,নভেম্বর :: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে ক্ষতির পরিমাণ বিচার বিবেচনা করে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে ১১ লক্ষ পরিবারকে বাংলা আবাস যোজনার ঘর দেবার আশ্বাস দিয়েছেন । পশ্চিমবাংলায় মোট ৩২ লক্ষ্য বাড়ই এখনো পর্যন্ত কাঁচা বাড়ি রয়েছে।

সেই আবাস যোজনার সমীক্ষার কাজ খুতিয়ে দেখতে পূর্ব বর্ধমান‌ জেলার রায়না ২ নম্বর ব্লকে এসে ঘুরে দেখলেন রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তর ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের আগে এবং লোকসভা ভোটের সময় বাংলার মানুষকে

আশ্বাস দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার যদি না বাংলা আবাস যোজনা ঘর তৈরির জন্য গরীব মানুষদের ঘর না দেয় তার জন্য মুখ্যমন্ত্রী নিজে তথা রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলার ৩২ লক্ষ পরিবারের পাকা বাড়ি তৈরির আশ্বাস দিয়েছিলেন।

প্রথম পর্যায়ে ১১ লক্ষ বাংলা আবাস দেবার জন্য প্রথম পর্যায়ে ব্লক স্তর পর্যন্ত সার্ভের প্রক্রিয়া চলছে। আর তার জন্যই বিশেষভাবে পরিদর্শনে এলেন রায়না ২ ব্লকের গোতান অঞ্চলের বিভিন্ন এলাকায় রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার।

যে সকল সার্ভে করা হয়েছে তার মধ্যে পাকা বাড়ি ছাড়া অতি বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কাঁচাবাড়ি গুলোতে বসবাস করছে ঠিক তেমনি পরিবার গুলির নতুন করে সার্ভে করে প্রকৃত দুস্থ ও গরিব মানুষেরা যাতে ঘর পায় তথা বাংলা আবাস যোজনা অন্তর্ভুক্ত হতে পারে তারই পরিদর্শন চলছে।

এছাড়াও এই সার্ভে করার পরবর্তী সময়ে সুপার সার্ভে করা হবে আবার নতুন করে। প্রকৃত মানুষগুলি যাতে বাড়ি পায় তার জন্যই বিশেষ পরিদর্শনের মাধ্যমে তথা সুপার সার্ভে করে ফুল লিস্ট পাঠানো হবে নবান্নে। তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি করার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পরিবারকে দেবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + twelve =