সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ১,সেপ্টেম্বর :: বিধানসভায় প্রবেশ নিয়ে নতুন নিয়ম কার্যকর করলেন অধ্যক্ষ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী ছাড়া আর কোনও মন্ত্রী, বিধায়ক বা সদস্য ব্যক্তিগত রক্ষী বা সশস্ত্র নিরাপত্তাকর্মী নিয়ে সভায় প্রবেশ করতে পারবেন না।
অধ্যক্ষের বক্তব্য, বিধানসভা গণতন্ত্রের মন্দির—এখানে জনগণের প্রতিনিধি নিজের নিরাপত্তার জন্য পুলিশ বা রক্ষীর আশ্রয় নিলে তা সভার মর্যাদার পরিপন্থী। বিধায়করা নিরাপদ থাকবেন বিধানসভার নিজস্ব সুরক্ষা ব্যবস্থাতেই।
এ সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই আলোড়ন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। শাসক ও বিরোধী দুই শিবিরেরই একাংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও, কয়েকজন বিধায়ক আশঙ্কা প্রকাশ করেছেন যে, বাইরে বাড়তি নিরাপত্তা থাকা সত্ত্বেও সভায় ঢোকার সময় রক্ষী বারণ হলে তাঁদের ব্যক্তিগত ঝুঁকি বাড়তে পারে।
অধ্যক্ষ অবশ্য দৃঢ় কণ্ঠে জানিয়েছেন—“বিধানসভা নিরাপত্তার দায়িত্ব আমার। এখানে কোনও হুমকির কারণ নেই। মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কারও রক্ষীর প্রয়োজন নেই।”