মুখ্যমন্ত্রী নবান্নে নির্দেশ সরকারি জায়গা দখল করা যাবে না খালি করার নির্দেশ মাইকিং প্রচার শুরু করলো প্রশাসন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বৃহস্পতিবার ১০,এপ্রিল :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরুপনগর ব্লকের সরকারি নির্দেশিকা জারি করল ব্লক প্রশাসন। এদিন বসিরহাট স্বরূপনগর সীমান্ত রোড মাইকিং প্রচার শুরু করেছেন।

বেআইনি জমি দোকান খালি করতে হবে অবিলম্বে সেই নির্দেশ শুরু হয়েছে বিডিও নির্দেশে স্বরূপনগর থানার পুলিশ মাইকিং প্রচার বুধবার এগারোটা থেকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে

প্রতিটি জায়গায় বিশেষ করে জনবহুল এলাকা বাজার বিভিন্ন সরকারি দপ্তরের সামনে তারা মাইকিং প্রচার শুরু করে  সরুপনগর থানার পুলিশ ।

তারা বিশেষ করে যেসব রাস্তার ধারে সরকারি জমি দখল করে দোকান করা অবৈধভাবে ইমারতির জিনিস ইট বালি পাথর সিমেন্ট সহ একাধিক বাড়ি তৈরি করার ইমারতি জিনিসপত্র ফেলে বেআইনিভাবে রাখা হয় ফলে দুর্ঘটনা একাধিক সমস্যা করতে হয় নিত্যযাত্রীদের ।

নবান্নের নির্দেশে তারা প্রচার শুরু করেছেন। নবান্নে রাজ্যের প্রশাসনিক আধিকারিক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলেছিলেন যে কোন মূল্যে বেআইনি জমি উদ্ধার করতে হবে দখল করা যাবে না।

তার জন্য প্রশাসন উদ্যোগ নেবেন কোন মতেই জমি দখল করা যাবে না। স্বরূপ নগরের বিডিও বিষ্ণুপদ রায় বলেন, রাস্তার দুই ধারে সরকারি জমির উপর বেআইনিভাবে ইমারতীর জিনিসপত্র ফেলে রাখা হয় যার ফলে আমরা সেই নির্দেশিকা জারি করেছি অবিলম্বে সেগুলো খালি করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 10 =