নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ২৭,এপ্রিল :: দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানাতে দুর্গাপুর থেকে সাইকেল নিয়ে দীঘার উদ্দেশ্যে রওনা দিলেন দুর্গাপুরে তৃণমূল কর্মী স্বপন কুমার ঘোষ ।
দুর্গাপুরের জেলা তৃণমূল কার্যালয় থেকে যাত্রার শুভ সূচনা করেন জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ।
স্বপন বাবুর সাইকেলে তৃণমূলের ঝাণ্ডা বেঁধে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা শঙ্খ ও উলুধ্বনি দিয়ে তার এই যাত্রার শুভসূচনা করেন ।
স্বপন বাবু বলেন আমি দুর্গাপুরেরই বাসিন্দা আমি একজন সক্রিয় তৃণমূল কর্মী ,অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে সেদিনই আমি সেখানে যোগ দেবো প্রায় ২৭৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করবেন তিনি।