নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুচূড়া :: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভোগ পাঠালেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। চিনসুরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত জগদ্ধাত্রী পুজোর সুচনা হয় ২৯বছর আগে তৎকালীন কংগ্রেস নেতা তপন দাশগুপ্তের হাত ধরে।
তৎকালীন রাজ্যের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর সুচনা করেন। বর্তমানে দুজনেই তৃণমূলের বিধায়ক। এবছর এই পুজো ২৯বছরে পদার্পণ করল। তবে প্রথম বছর থেকে প্রতিবারই অষ্টমী পুজোর ভোগ দলনেত্রীর বাড়িতে পাঠাতে ভোলেন না তপনবাবু। আজও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মায়ের ভোগ পাঠালেন বিধায়ক তপন দাশগুপ্ত।
মুখ্যমন্ত্রীর পাশাপাশি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং লেক কালী বাড়ির মহারাজের কাছেও এদিন ভোগ পাঠনো হয়।