মুড়ি বস্তিতে ক্ষতিগ্রস্তদের দেওয়া হল চেক, ব্যবস্থা কমিউনিটি কিচেনেরও

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ২৪,জুন :: সুধীর নাগেশিয়া নামে এক আদিবাসী ব্যাক্তির মৃত্যুর ঘটনাকে ঘিরে অগ্নিগর্ভ মর্মান্তিক পরিস্থিতির সাক্ষী হয়েছে নকশালবাড়ির হাতিঘিশা সংলগ্ন মুড়ি বস্তি গ্রাম। উক্ত ঘটনায় ক্ষুব্ধ হয়ে অনেক বাড়ি ঘর ভেঙে ফেলা হয়েছিল । এছাড়া পুড়ে ছারখার হয়েছে কয়েকটি বাড়ি।

দুদিন অতিক্রান্ত হয়ে যাবার পর পরিস্থিতি বর্তমানে অনেকটাই শান্ত । খবর পাওয়ার পরেই ঘটনাস্থল পরিদর্শন করেছিল শিলিগুড়ির মেয়র গৌতম দেব, সভাধিপতি অরুন ঘোষ সহ দার্জিলিং জেলা সমতলের সভাপতি পাপিয়া ঘোষ।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশে অনুসারে ওই এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে ও মৃতের পরিবার এর হাতে চেক তুলে দেওয়া হয়। এছাড়া ভবিষ্যতে সব রকম সরকারি সুযোগ সুবিধা তাদের দেওয়া হবে বলে আশ্বাস দেয়া হয়েছে।

এদিন কিন্তু গ্রামের মানুষদের সুবিধার জন্য এখানে একটি হেলথ চেকআপ ক্যাম্প , এছাড়া একটি কমিউনিটি কিচেনের ব্যবস্থা করা হয়েছে। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ এই বিষয়ে জানান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কমিউনিটি কিচেন চলবে।

আজ সরকারের তরফ থেকে ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় , এছাড়া আগুনে যাদের সব কাগজপত্র পুড়ে গেছে তাদের জন্য বসানো হয়েছে ডকুমেন্টেশন ক্যাম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − eighteen =