নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: শুক্রবার ২,মে :: মুদি ব্যবসায়ীর ছেলে মাধ্যমিকে নবম স্থান অধিকার করে তাক লাগালো রাজ্যবাসীকে। বালুরঘাটের চকভৃগুর বাসিন্দা পেশায় মুদি ব্যবসায়ী কমলেশ সরকারের ছেলে অনিক সরকার এবারে মাধ্যমিকে ৬৮৭ নম্বর পেয়ে সকলকেই তাক লাগিয়ে দিয়েছে।
শুক্রবার সকালে মাধ্যমিকের ফলাফল প্রকাশ হতেই যাকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন চকভৃগুর বাসিন্দারা। বালুরঘাট হাইস্কুলের ছাত্র অনিক সরকার ছোট থেকেই পড়াশুনার প্রতি তার গভীর মনোযোগ ছিল।
ষষ্ঠ শ্রেণী থেকেই ধারাবাহিকভাবে স্কুলের প্রথম স্থান ধরে রেখেছিল অনিক। তাই এবারে মাধ্যমিকের ফলাফলে তার উপর অনেকটাই আশা রেখেছিল স্কুল কতৃপক্ষ।
টেস্টে ৬৮২ পেলেও মাধ্যমিকের চুড়ান্ত ফলাফলে ৬৮৭ পেয়ে স্কুল কতৃপক্ষকেও যেন কিছুটা অবাক করে দিয়েছে অনিক। চার সদস্যের সংসারে আর্থিক অনটন থাকলেও ছেলেকে যেন কোনভাবেই বুঝতে দেননা বাবা কমলেশ সরকার।
সামান্য মুদি ব্যবসায়ী হয়েও ছেলের পড়াশুনার প্রতি গভীর মনোযোগ দেখে তার সর্বস্ব দিয়ে প্রতি বিষয়ের উপর গৃহশিক্ষক দিয়েছিলেন কমলেশ বাবু। তবে ছেলেকে নিয়ে কোন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবার স্বপ্নের কথা তার মুখে শোনা যায়নি। তিনি বলেন, ছেলে তার ভবিষ্যৎ যেভাবে এগিয়ে নিয়ে যেতে চায় সেভাবেই তাকে সাহায্য করবেন।