নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকড়া :: মঙ্গলবার ৯,জুলাই :: মিডেমিলের শিশুদের খাদ্যে গিরগিটির দেহ যা নিয়ে শিশুদের মায়েদের দুশ্চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে। মঙ্গল বার সকালে বাঁকড়া মুনসিডাঙা বোর্ড প্রাইমারি স্কুলে শিশুদের জন্য খাবার বানানো হয়ে ছিল ।
সেই খাবার সকল শিশুদের মধ্যে দিয়ে দেয়। সাবিনা বেগম নামে ওই মহিলা বলেন এই খাবার বাড়িতে নিয়ে গিয়ে ঢালার পর মৃত গিরগিটির দেহ দেখতে পান । তার আগে ওই খাবার কিছুটা খেয়ে নেয় তাদের বাড়ির শিশু। চিন্তিত হয়ে পড়েন বাড়ির সদস্যরা।
স্কুলে ওই খাবার নিয়ে আসেন যথারীতি স্কুল কর্তৃপক্ষকে দেখানো হয়। আরো স্কুলের অভিভাবকরাও আসেন তাদের একটাই অভিযোগ শিশুদের খাবার যত্ন সহকারে কেন বানানো হবে না? যদিও এখনো পর্যন্ত কোনো শিশু অসুস্থ অসুস্থ হয়নি।
তবে তারা আতঙ্কিত অবস্থায় আছেন এই খাবার খেয়ে কোন কিছু ঘটনা ঘটে গেলে তারা কি করবেন? ঘটনাস্থলে বাঁকড়া ফাড়ির পুলিশ আসেন বিষয়টি খতিয়ে দেখছেন। এই ঘটনায় স্বাস্থ্যকর্মীরা স্কুলে এসেছেন স্কুলের শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করছেন।