নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: বুধবার ৩০,জুলাই :: মৃত যুবতী সঙ্গীতা চক্রবর্তী (বয়স প্রায় ৩০), চুঁচুড়া পৌরসভার কারবালা মোড় এলাকার বাসিন্দা ও পেশায় একজন সঙ্গীত শিল্পী ছিলেন। সঙ্গীতা মুম্বাইয়ের মানড়ি এলাকার একটি যোগাশ্রমে থাকতেন।পরিবারের কাছে দুর্ঘটনার খবর আসে।এরপরই তার বাবা দিলীপ চক্রবর্তী মুম্বাই রওনা দেন। জানা গেছে, মানড়ির একটি খাট থেকে সঙ্গীতার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। কীভাবে মৃত্যু ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। পরিবারের সদস্য ও স্থানীয়রা মৃত্যুকে ঘিরে সন্দেহ প্রকাশ করেছেন।
সঙ্গীতার মৃত্যুর খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা চুঁচুড়া এলাকায়। প্রতিবেশীরা জানান, সঙ্গীতা ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও সঙ্গীতপ্রেমী ছিলেন। এই বিষয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সমাজসেবী ইন্দ্রজিৎ দত্ত বলেন,
“সঙ্গীতার এই আকস্মিক মৃত্যুতে আমরা হতবাক। সে খুব ভালো মেয়ে ছিল, সঙ্গীতেও খুব প্রতিভাবান ছিল। তার এমন রহস্যজনক মৃত্যু মেনে নেওয়া কঠিন। আমরা প্রশাসনের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।”
পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানা গেছে।