কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২৭,অক্টোবর :: আজ মালদা জেলার মালতিপুর বিধানসভা কেন্দ্রের মালতিপুর অঞ্চলের গঙ্গাদেবী ছোট্ট খাড়ি গ্রামের বাসিন্দা মুম্বাইয়ে কাজ করতে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের মৃতের নাম সাকির আলি (৩৫)। বাড়ি চাঁচল-২ ব্লকের মালতীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গঙ্গাদেবী গ্রামে।
ওই শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার সহ গোটা এলাকায়। ইতিমধ্যেই মুম্বই থেকে ওই পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি দেহ ট্রেনে করে বাড়িতে আসে শনিবার গভীর রাতে ।
মৃত পরিযায়ী শ্রমিকের পরিবার সূত্রে জানা গিয়েছে, সাকির আলী দুমাস আগে মুম্বইয়ে শ্রমিকের কাজে গিয়েছিলেন। সেখানে এক ঠিকাদার সংস্থার অধীনে মেট্রোর রেললাইন নির্মাণের কাজে যুক্ত ছিলেন তিনি।
বৃহস্পতিবার কাজ থেকে ফিরে হঠাৎ অসুস্থ বোধ করলে সহকর্মীরা তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ময়নাতদন্তের পর কফিনবন্দি মরদেহ বাড়ির উদ্দেশে রওনা দিয়েছে। সাকিরের স্ত্রী মানসুরা খাতুন শোকাহত গলায় বলেন, ‘বৃহস্পতিবার সকালে স্বামীর সঙ্গে ফোনে শেষ কথা হয়। শরীরটা খুব একটা ভালো নেই বলেও জানিয়েছিল সাকির। অসুখের কথা জানতে চাইলেও সঠিকভাবে জানাতে পারেনি।
এই মৃত খবর শুনতে পেয়েই ছুটেযান মৃত পরিবারের বাড়িতে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী । তিনি বলেন পরিবারের পাশে আমরা সর্বক্ষণ আছি এবং সরকারি ও বেসরকারি সাহায্যর পাইয়ে দেওয়ার আশ্বাস দেন বিধায়ক ।