নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::নিউজ ডেস্ক :: মঙ্গলবার ১২,আগস্ট :: আব্দুল রউফ সর্দার নামে এক অভিযুক্ত বাংলাদেশি এক দশকেরও বেশি সময় ধরে ভারতে বসবাস করছিলেন। কোনও বৈধ পাসপোর্ট ছাড়াই তিনি ভারতে অনুপ্রবেশ করেছিলেন। তারপর জাল ভারতীয় নথি বানিয়ে এদেশেই বসবাস করছিলেন বলে অভিযোগ।
এদিন বম্বে হাইকোর্টের বিচারপতি অমিত বোরকারের বেঞ্চে মামলাটির শুনানি চলছিল। সেই সময় আদালতে অভিযুক্ত দাবি করেন, তাঁর কাছে ভারতের নাগরিকত্ব প্রমাণের যাবতীয় নথি রয়েছে। এরপরেও কেন তাঁকে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলা হচ্ছে? কিন্তু অভিযুক্তের এই যুক্তি মানতে চাননি বিচারপতি।
এরপরই অভিযুক্তের জামিনের আর্জি খারিজ করে বিচারপতি বলেন, ‘কেবল আধার প্যান কার্ড বা ভোটার আইডির মতো নথি ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করে না। এই নথিগুলি শুধুমাত্র শনাক্তকরণ বা পরিষেবা পাওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে স্পষ্ট বলা আছে, কে নাগরিক হতে পারেন, কীভাবে সেই নাগরিকত্ব অর্জন করা যেতে পারে।