নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মুরগির দোকানে আগুন লাগাকে কেন্দ্র করে তিব্র চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার বর্ধমান শহরের ১নম্বর এবং ২নম্বর ওয়ার্ড সংলগ্ন যদিও কিভাবে আগুন লাগলো সে ব্যাপারে এখনও পর্যন্ত সঠিক করে কিছু জানা যাচ্ছে না।রাজনৈতিক আক্রশ নাকি অন্য কনো কারন,সামগ্ৰী বিষয় নিয়ে ধন্দ শুরু হয়েছে গোটা এলাকা জুরে ।
গভীর রাতে দাউ দাউ করে আগুন লেগে যায় বর্ধমান শহরের নজরুল পল্লী এলাকার একটি মুরগির দোকানে।খাচ্চায় বন্দি অবস্থায় ছিলো মুরগিগুলো বলে জানা যাচ্ছে। সমস্ত মুরগি আগুনে ভস্মিভূত হয়ে মারা গিয়েছে।
আনুমানিক ক্ষতির পরিমান এখনও কিছু সঠিক করে জানাতে পারেনি দোকানের মালিক।তবে কে বা কারা ঘটনা ঘটালো বা কিভাবে আগুন লাগলো সে বিষয়ে এখনও পর্যন্ত সঠিক করে কিছু জানাতে পারেননি।
প্রতিদিনকার মত বুধবার রাতে দোকান বন্ধ করে চলে যান।হঠাৎ করেই তার কাছে ফোন আসে, জানতে পারে আগুন লেগে গিয়েছে দোকানে।তরিঘরি তিনি ছুটে আসেন আগুন নেভানোর কাজে হাত লাগান।পরবর্তী সময় দমকলের একটি ইজ্ঞিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করার চেষ্টা চালায় ।
দীর্ঘক্ষনের চেষ্টায় নিয়ন্ত্রনে আসে আগুন।কিভাবে আগুন লাগলো তা তদন্তের দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক।তিনি জানিয়েছেন এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন