নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুরারই :: শুক্রবার ২৬,ডিসেম্বর :: কুকুরের কামড়ের ঘটনা মাঝেমধ্যেই শোনা যায়, কিন্তু এবার শিয়ালের কামড়ে আক্রান্ত হলেন দুই মহিলা। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের গোড়শা অঞ্চলের কলিতারা গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কলিতারা গ্রামের ওই দুই মহিলা মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। সেই সময় আচমকা একটি শিয়াল পেছন থেকে এসে তাঁদের ওপর আক্রমণ করে। কিছু বুঝে ওঠার আগেই শিয়ালটি তাঁদের হাতে কামড়ে দেয়। মহিলাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এলে শিয়ালটি পালিয়ে যায়।
এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা তড়িঘড়ি জখম দুই মহিলাকে উদ্ধার করে রাজগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে। এই ঘটনার পর থেকে গ্রামের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সন্ধ্যায় মাঠে যেতে ভয় পাচ্ছেন গ্রামবাসীরা।

