নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুরারই (বীরভূম) :: রবিবার ৯,ফেব্রুয়ারি :: রবিবার মুরারই এক নম্বর ব্লকের অন্তর্গত গড়শা পঞ্চায়েতের বাধাইপুর গ্রামে স্থানীয়রা এক ব্যক্তিকে ধানের জমিতে মৃত অবস্থায় দেখতে পায় । এই ঘটনার খবর দেওয়া হয় মুরারই থানার পুলিশকে।
ঘটনাস্থলে মুরারই থানার পুলিশ উপস্থিত হয় এবং উদ্ধার করে জমিতে পড়ে থাকা ঐ মৃতদেহটিকে। জানা গেছে মৃত ব্যক্তিটির নাম মিঠু রাজবংশী বয়স আনুমানিক ৪১ বছর, বাড়ি মুরারই থানার অন্তর্গত বাঁধাইপুর গ্রামে।
মৃত ব্যাক্তির এক আত্মীয় জানান গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন চারিদিকে খোঁজাখুঁজি করে খুঁজে পাইনি। আজ সকালে ধানের জমি থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়।
এই ঘটনার তদন্ত শুরু করেছে মুরারয় থানার পুলিশ। মৃতদেহটি ময়না তদন্তের জন্য রামপুরহাট মহাকুমা হাসপাতালে পাঠানো হয়।