নিজস্ব সংবাদদাতা :: সংবাদ অবাহ :: মুর্শিদাবাদ :: মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার অন্তর্গত বিজয়বাগান এলাকায় একটি বাড়ির ছাদে আগুন লাগার ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হল, জানা গেছে শুক্রবার দুপুরে কান্দি পৌরসভার বিজয় বাগান এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ছোট গাড়ির ছাদে কোন কারণবশত আগুন লেগে যায় যার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান গাড়িটি দীর্ঘদিন ধরে ওই এলাকায় দাঁড় করানো ছিল আর ওই গাড়িরটি একটি ত্রিপল দিয়ে ঢাকা থাকতো কোন কারণবশত শুক্রবার দুপুরে ওই ত্রিপলে আগুন লেগে যায়, প্রত্যক্ষদর্শীরা ত্রিপলে আগুন দেখতে পেয়ে নিজেদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং আগুন নিভিয়ে ফেলে ।
যদিও কান্দির দমকলে বিভাগে খবর দেওয়া হলে কান্দির দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছানোর আগে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। গাড়ির ছাদে আগুন লাগার ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে গাড়ির মালিক সুব্রত ধর।