মুর্শিদাবাদের যে সন্ত্রাস তৈরি হচ্ছে মোথাবাড়িতে যে সন্ত্রাসের উদাহরণ দেখা দিয়েছে তাতে চিন্তিত মালদার ব্যবসায়ীরা ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ১৭,এপ্রিল :: মুর্শিদাবাদের যে সন্ত্রাস তৈরি হচ্ছে মোথাবাড়িতে যে সন্ত্রাসের উদাহরণ দেখা দিয়েছে তাতে চিন্তিত মালদার ব্যবসায়ীরা । শুধু মালদা নয় এই নিয়ে চিন্তিত উত্তরবঙ্গের ব্যবসায়ী সমাজ l পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন ।

এই নিয়ে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স সম্পাদক উত্তম বসাক জানান তারা চিন্তিত বিশেষত স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে মালদা জেলায় প্রচুর স্বর্ণ ব্যবসায়ী রয়েছে তাদের প্রতিদিনের লেনদেনের পরিমানও যথেষ্ট ভালো

কিন্তু যে সন্ত্রাসের আবহ তৈরি হচ্ছে মুর্শিদাবাদ এবং মালদার মোথাবাড়িতে তাতে সেই স্বর্ণ ব্যবসায়ীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ।

শুধুমাত্র মুখ্যমন্ত্রী যদি পদক্ষেপ নেন তাহলে এই অবস্থার উন্নতি হতে পারে, না হলে আস্তে আস্তে ব্যবসা বন্ধের মুখে হচ্ছে কারণ ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যেই রয়েছেন। যে সন্ত্রাস দেখা গিয়েছে তাতে ব্যবসায়ীদের আতঙ্কের মধ্যে রয়েছে ।

ইংলিশ বাজার শহরের রথ বাড়ি সাঁকো পাড়া মালদা মার্চেন্ট চেম্বার কমার্সের নিজস্ব ভবনে ব্যবসায়ীদের সাথে বর্তমান অবস্থার দিকে তাকিয়ে জরুরী আলোচনায় বসা হয় এবং সেখান থেকেই সম্পূর্ণ পরিস্থিতির উপর তাকিয়ে নিরাপত্তার তাগিদে মুখ্যমন্ত্রীর দরবারে আবেদন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − nineteen =