নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: মুর্শিদাবাদে এবার সরাসরি পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়লেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অবশেষে ভরতপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হ’ল তৃণমূলের পক্ষ থেকে।
সূত্রের খবর- থানা সংলগ্ন এলাকায় একটি জমি ঘিরে ফেলার চেষ্টা করছিল পুলিশ। পুলিশের দাবি- জমিটির কাগজপত্র থানার নামেই রয়েছে।
অন্যদিকে ওই খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকরা। এদিকে বিধায়কের দাবি- অন্যায় ভাবে ওই জমি দখল করতে চাইছে পুলিশ।
স্বাভাবিকভাবে উভয় পক্ষের মতবিরোধে বাধে বচসা। দীর্ঘ সময় ধরে ঘটনাস্থলে বাকবিতন্ডা চলে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাথে পুলিশের বচসা।
অবশেষে এই ঘটনার প্রতিবাদ জানাতে শনিবার রাতে ওই থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় তৃণমূলের পক্ষ থেকে। অবশেষে স্থানীয় মহকুমা পুলিশ অফিসারের আশ্বাসে বিক্ষোভ অবস্থান তুলে নেয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব।