নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: মঙ্গলবার ২.এপ্রিল :: গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ভস্মিভূত একটি বাড়ি । সকাল সকাল ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত চাপাপাড়া গ্রামে ।
পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে বাড়ির ছোট বাচ্চা গ্যাস অন করে রান্না করতে গিয়ে ঘটে যায় বিপত্তি । সিলিন্ডারের গ্যাস থেকে বাড়ির আসবাবপত্রে আগুন লেগে যায় । সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। এই আগুনের ফলে ক্ষণিকের মধ্যে বাড়ির আসবাবপত্র পুড়ে ভস্মিভুত হয়ে যাওয়ার ফলে কান্নার রোল বাড়ির সদস্যদের।
এই আগুনের খবর পেয়ে তড়িঘড়ি জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিতে হাত লাগান এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসলেও সমস্ত কিছু পুড়ে ভস্মিভূত হয়ে যায়