নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::মুর্শিদাবাদ :: মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত জিবন্তী এলাকায় কান্দি বহরমপুর ১১ নম্বর রাজ্য সড়কের উপর কান্দির দিক থেকে বহরমপুর গামী একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে ধাক্কা মারলো ।
ঘটনাস্থলে আহত হয় কমপক্ষে ১২ জন। বৃহস্পতিবার দুপুরে ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় জিবন্তী এলাকার কান্দি বহরমপুর ১১ নম্বর রাজ্য সড়কের উপর ।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। ঘটনার জেরে কান্দি বহরমপুর ১১ নম্বর রাজ্য সড়ক সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়লে পরে কান্দি থানার পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয় কান্দি বহরমপুর রাজ্য সড়কে।