সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বাসন্তী :: মঙ্গলবার ৬,জুন :: বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবারের সঙ্গে দেখা করতে সুন্দরবনের বাসন্তী এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার সকালে প্রথমে সুভদ্রা গায়েনের বাড়িতে যান । যাঁর তিন ছেলে হারান হালদার , নিশিকান্ত হালদার ও দিবাকর হালদারের একসাথে মৃত্যু হয়েছে দুর্ঘটনায় ।
রাজ্যপাল এসে ওই পরিবারের পাশাপাশি স্থানীয় মানুষজনেরও অভাব অভিযোগের কথা শোনেন । গায়েন বাড়িতে এসে দেখা করেন অন্য দুই পরিবারের সঙ্গে। আপাতত নিহত পরিবারদের পাশে দাঁড়াতে রাজ্যপাল ৬ মাস তাদের ব্যাংক অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে দেবেন। তাছাড়াও এককালীন ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন পরলৌকিক কাজের জন্য।
অন্যদিকে ফল , জামাকাপড় সহ অন্যান্য জিনিসপত্রও রাজ্যপাল সঙ্গে করে নিয়ে এসেছিলেন পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য। বাসন্তীর বিডিওর মাধ্যমে দ্রুত সেগুলো তাদের হাতে পৌঁছে দেওয়া হয় । শুধু তাই নয় , রাজ্যপাল জানান শ্রাদ্ধের সমস্ত খরচ বহন করবে রাজভবন। অন্যদিকে যাদের জনধন একাউন্ট আছে তাদের একাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেন রাজ্যপাল।
মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে রাজ্যপাল ফিরে যান কলকাতায়। স্থানীয় মানুষজন রাজ্যপালকে পেয়ে বেশ কিছু অভাব অভিযোগের কথা জানান। এলাকার প্রচুর মানুষজন পরিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন রাজ্যে কাজ করেন। এলাকায় সেভাবে কোন কাজ নেই। সেই নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগও জানান এলাকার বেকার যুবকরা।
বিশেষ করে এলাকায় পানীয় জলের সমস্যা, নদী বাঁধার সমস্যা সবটাই শোনেন রাজ্যপাল। বিডিওকে ডেকে রাজ্যপাল সমস্ত সমস্যার সমাধানের নির্দেশ দেন। এলাকায় রাজ্যপালকে পেয়ে খুশি স্থানীয় মানুষজন ।