নিজস্ব সংবাদদাতা :: বর্ধমান :: সংবাদ প্রবাহ :: রবিবার ২১,মে :: মৃতদেহ রাস্তায় ফেলে গ্রামবাসীদের বিক্ষোভ। ঘটনার স্থলেই স্বামীর মৃত্যু, স্ত্রীকে ভর্তি করা হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। অবিলম্বে অবৈধ বালির খাদান বন্ধ করতে হবে, ওভারলোডিং বন্ধ করতে হবে এই দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ । ঘটনাটি মঙ্গলকোটের শ্যামবাজার গ্রামের।
পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের শ্যামবাজার গ্রাম। এই গ্রামেরই একটি রাস্তা কোঙারপুর থেকে মাঝিগ্রাম চলে যাচ্ছে শ্যামবাজার হয়ে।। প্রতিদিনকার মতন দিনমজুর, উত্তম সর্দার ও তার স্ত্রী রুনু সর্দার রাস্তার ধারে ধানের কুড়ো ঝাড়ছিলেন। সেই সময় বালি বোঝাই একটি ট্রাক্টর দুজনকে ধাক্কা মারে।
ঘটনাস্থলেই মৃত্যু হয় উত্তম সর্দারের। আশঙ্কাজনক অবস্থায় উত্তম সর্দারের স্ত্রী রুনু সর্দারকে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতাল ও পরে রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
এরপর মৃতদেহ ফেলে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। গ্রামবাসীদের বক্তব্য অবিলম্বে অবৈধ বালির খাদান বন্ধ করতে হবে। সেই সঙ্গে বন্ধ করতে হবে ওভার লোডিং।