নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালিয়াগঞ্জ :: ০৮,মে :: মৃত মৃত্যুঞ্জয়ের শিশুর পড়াশোনার দায়িত্ব নেবার প্রস্তাব দিল ভারত সেবাশ্রম কালিয়াগঞ্জ ব্লকের সাহেব ঘাটা এবং রাধিকাপুর দুই মৃতের পরিবারের সাথে দেখা করলেন পাশে থাকার প্রতিশ্রুতিই শুধু নয়,মৃত্যুঞ্জয়ের নাবালক পুত্রের পড়াশোনার সমস্ত দায়িত্ব নেবার প্রতিশ্রুতি দিয়ে গেলেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিনিধি ।
মৃত্যুঞ্জয়ের পরিবারের সবাই ভারত সেবাশ্রম সংঘের দেওয়া প্রতিশ্রুতিতে সম্মতি জানান।শনিবার ভারত সেবাশ্রম সংঘের পরিচালন কমিটির সদস্য প্রদীপ্তনন্দ মহারাজের নেতৃত্বে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা দুই পরিবারের পরিজনদের সাথে দেখা করে তাদের সমবেদনা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ভারত সেবাশ্রম সংঘের মহারাজরা বলেন এত বড় ঘটনার পরে কোন সন্ন্যাসীরা ঘরে বসে থাকতে পারেনা।তাই দেরিতে হলেও তারা ঘটনাস্থলে গিয়ে কথা বলেছেন।তারাও এই ঘটনার সিবিআই তদন্তের দাবি করেন। জানা যায় মৃতদের সমাধিস্থলে গিয়ে শান্তি পাঠ করেন।
জানা যায় মৃতা নাবালিকা ও মৃত মৃত্যুঞ্জয় বর্মণের বাড়ি থেকে ফিরে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা কুনরের ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি জ্যোতির্ময়নন্দজী মহারাজের সাথে সেখানে যান।সেখানে গিয়ে মৃত দুজনের আত্মার শান্তি কামনা করেন।