সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ঝড়খালি :: রবিবার ১৬,মার্চ :: বেশ কিছুদিন অসুস্থ থাকার পর অবশেষে মৃত্যু হল ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের সোহানের । প্রায় বছর বাইশ বয়স হয়েছিল বলে জানা গিয়েছে। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। এরপরেই মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
বন দফতর সূত্রের খবর, গত কয়েকদিন ধরে কিছুই খাচ্ছিল না সে। তরল জাতীয় খাবার দেওয়া হচ্ছিল। বার্ধক্য জনিত কারনেই মৃত্যু বলে প্রাথমিক অনুমান বন কর্মীদের। পশু চিকিৎসকরা বাঘের মৃত্যুর কারণ জানার চেষ্টা করছেন। তবে এ বিষয়ে কোন তথ্যই বন দফতরের তরফ থেকে দেওয়া হয়নি।
তারপর ময়নাতদন্ত করে নিয়মমাফিক শেষকৃত্য সম্পন্ন হয়। ২০০৯ সালে বারবার সাতজেলিয়ার লোকালয়ে ঢুকে পড়ছিল এই সোহান। বনদফতরের খাঁচা পেতে তাকে ধরার পর সোহানকে নিয়ে আসা হয় আলিপুর চিড়িয়াখানায়।
পরে ফের তাকে ঝড়খালির ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে ফিরিয়ে আনা হয়। পর্যটকদের কাছে যথেষ্ট আকর্ষণীয় ছিল সোহান ও সোহানি।
এ বিষয়ে রাজ্যের বন্যপ্রাণ শাখার অধিকর্তা নীলাঞ্জন মল্লিক বলেন, বিষয়টি দুঃখের। তবে যথেষ্ট বয়স হয়েছিল এই বাঘটির। প্রায় ২২ বছর। বেশ কিছুদিন যাবৎ বাম চোখে ছানি পড়ার কারণে দেখতেও পাচ্ছিল না সে। সব মিলিয়ে বয়সজনিত অসুস্থতার কারণে মারা গিয়েছে বাঘটি।
প্রথম যখন ঝড়খালি পুনর্বাসন কেন্দ্র তৈরি করা হয় তখন ২০১২ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্বোধনে আসেন । আদর করে দুটি বাঘের নামকরণ নিজেই করেন। সোহান ও সোহানী ।