মৃত মানুষকেও ফিরে আসতে হচ্ছে শ্মশান ঘাট থেকে। বালির একমাত্র শ্মশান বন্ধ প্রায় সাড়ে চার মাস।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ২০শে, মার্চ :: বালি পৌরসভা একমাত্র শ্মশান ‘পাঠক ঘাট মহাশ্মশান’। আজ প্রায় সাড়ে চার মাস বন্ধ অবস্থায় রয়েছে কোনরকম হেলদোল নেই প্রশাসনের তরফ থেকে। এই শ্মশান বালি বিধানসভা ছাড়াও পঞ্চায়েতের বহু জায়গার মানুষকে পরিষেবা দিয়ে থাকত।

গত ১লা নভেম্বর যান্ত্রিক গোলযোগ এর জন্য চিমনি ভেঙে পড়ে যায় সেই থেকে শ্মশান এর ইলেকট্রিক চুল্লি বন্ধ হয়ে থাকে। আজ পর্যন্ত তার কাজ শুরু করতে পারেনি বালি পৌরসভা বা হাওড়া কর্পোরেশন। বালির বিধায়ককে জিজ্ঞেস করাতে তিনি কোন বক্তব্য রাখতে ইচ্ছুক নন বলে জানিয়ে দেন।

বিরোধীদের বক্তব্য বালি কেন সারা বাংলাতে যেভাবে চুরি-চামারি চলছে, বালি শ্মশানের জিনিসপত্র হয়তো বিক্রি করে দিয়েছে বলে মনে করছে বিরোধীরা। সিপিএমের তরফ থেকে বক্তব্য মানুষকে পরিষেবার দেবার কোন ইচ্ছেই প্রশাসনের নেই এবং সেই সদিচ্ছা না থাকার জন্যই মানুষকে ভোগান্তির সামনে পড়তে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − one =