নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::নাদিয়া :: এই প্রথম ডক্টরেট উপাধি পেলেন নদিয়ার কৃষ্ণনগরে জাতীয় পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী সুবীর পাল। এই ডক্টরেট উপাধি আগামী দিনে মৃৎশিল্পীদের আরো প্রেরণা যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।তিনি প্রশ্ন তোলেন সাহিত্য বিভাগ থেকে শুরু করে গণিত সহ একাধিক বিষয়ে ডক্টরেট উপাধি রয়েছে। তাহলে মৃৎশিল্পীরা ডক্টরেট উপাধি পাবে না কেন।
এই প্রশ্ন তুলে দিল্লি বিশ্ববিদ্যালয় যোগাযোগ করেন তিনি। তাদের পরামর্শে তিনি দিল্লীতে একটি আবেদনপত্র জমা দেন। তার যে বিভিন্ন শংসাপত্র রয়েছে এবং তার তৈরি পুতুলের যে সুনাম রয়েছে তার উপর ভিত্তি করেই তাকে ডক্টরেট উপাধি দেওয়া হয়।
দিন কয়েক আগেই সেই ডক্টরেট উপাধি সার্টিফিকেট তার বাড়িতে এসে পৌঁছায়। মৃৎশিল্পী সুবীর পাল বলেন আগামী দিনে মৃৎশিল্পীদের আরো আগ্রহ যোগাবে বলে মনে করেন তিনি।