নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: সোমবার ১,সেপ্টেম্বর :: মেখলিগঞ্জের নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল ক্লাবে রবিবার অনুষ্ঠিত হল ফরওয়ার্ড ব্লকের মহকুমা ভিত্তিক কর্মীসভা। সকাল থেকে কর্মীদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে সভাস্থল।
এদিনের কর্মীসভা থেকে একদিকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বক্তারা, অন্যদিকে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসকেও একহাত নেন। সভা শেষে ফরওয়ার্ড ব্লক কর্মীরা মেখলিগঞ্জ বাজার পরিক্রমা করে মিছিল বার করেন।
শহরের প্রধান সড়ক দিয়ে সেই মিছিল এগিয়ে যায় এবং মেখলিগঞ্জ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। রাজনৈতিক মহলের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই ঘর গোছানোর কাজ শুরু করেছে ফরওয়ার্ড ব্লক।
বিজেপি ও তৃণমূল কংগ্রেসের পাশাপাশি নিজেদের সংগঠনকে চাঙা করতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। দলীয় সূত্রে খবর, মেখলিগঞ্জের কর্মীদের মধ্যে নতুন করে অক্সিজেন জোগাতেই এই কর্মীসভা ও মিছিলের আয়োজন করা হয়েছে।