নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: বৃহস্পতিবার ৪,সেপ্টেম্বর :: মেখলিগঞ্জের রানীরহাটে পাকিস্তানি টাকা। চাঞ্চল্য ছড়াল জেলা জুড়ে। জানা গেছে গতকাল রাতে রানীরহাট বাজারে এক দোকানদার একটি ১০০ টাকা ও একটি ১০ টাকার পাকিস্তানি নোট কুড়িয়ে পায়।রাতে চুপচাপ থাকলেও সকালে ওই দোকানদার এলাকার লোকজনদের জানায়। এতেই হইচই শুরু হয়েছে। কিভাবে পাকিস্তানি টাকা আসলো রানীরহাটে তা ঘিরেই কৌতূহল যেমন বেড়েছে তেমনি উদ্বেগও ছড়িয়েছে। চ্যাংড়াবান্ধায় মানি এক্সচেঞ্জ কাউন্টার রয়েছে।
সেখানকার ব্যবসায়ীরা জানায় পাকিস্তানি টাকা এক্সচেঞ্জ করা হয় না। ফলে সেই টাকা কোথায় থেকে আসলো তা ঘিরেও আরও প্রশ্ন দেখা গেছে। কোথাও কি পাকিস্তানি যোগ রয়েছে কি না তাদের কাছ থেকে কোন ভাবে সেই টাকা পড়েছে? সবটাই তদন্ত করছে প্রশাসন বলে জানা গেছে।