মেখলিগঞ্জে ‘এসআইআর’ সচেতনতা শিবির করল বিজেপি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলীগঞ্জ :: শনিবার ৮,নভেম্বর :: বিজেপি “নো এসআইআর, নো ভোট” স্লোগান তুলে এই অভিযান শুরু করেছে এবং ভোটার তালিকা থেকে “ভুয়ো ভোটার” বাদ দেওয়ার দাবি জানাচ্ছে।

জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায় মেখলিগঞ্জ বিধানসভার চ্যাংড়াবান্ধ্যা অঞ্চলের ছিটমহলে ‘এসআইআর’ (Special Intensive Revision of electoral rolls – ভোটার তালিকা বিশেষ নিবিড় পরিমার্জন) নিয়ে একটি সচেতনতা শিবির করেন।আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের গুরুত্ব সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের অবগত করতেই এই শিবিরের আয়োজন করা হয়।

এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চ্যাংড়াবান্ধ্যা অঞ্চল কনভেনার ধ্রুবজ্যোতি বর্মন, বিজেপি নেতা অজয় সরকার, বিধানসভা আইটি সেল ইনচার্জ সুধীর দেবনাথ, শক্তিকেন্দ্র প্রমুখ বিকাশ কীর্তনীয়া সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ববৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =