নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: মঙ্গলবার ১৪,জানুয়ারি :: মেখলিগঞ্জ পুরসভার নতুন পুরপ্রধান হিসেবে শপথ গ্রহন করলেন মেখলিগঞ্জের পুরসভার ৭নং ওয়ার্ডের পুরসদস্য প্রভাত পাটনি। অনেক টানাপোড়ন কাটিয়ে মঙ্গলবার দুপুর নাগাদ তিনি মেখলিগঞ্জ পুরসভায় বিওসি মেম্বার ও পুর আধিকারিকদের উপস্থিতিতে শপথ গ্রহন করেন।
শপথ নিয়ে পুরসভার সার্বিক উন্নয়নের কথা জানিয়েছেন প্রভাত। জানা গেছে, গত ১০তারিখ পুরসভার প্রাক্তন পুরপ্রধান কেশব চন্দ্র দাসের বিরুদ্ধে আস্থা ভোট অনুষ্ঠিত হয়। প্রাক্তন পুরপ্রধানের অনুপস্থিতিতে সেই ভোট অনুষ্ঠিত হয়। উপস্থিত না থেকেই ৭-১ ব্যবধানে পুরপ্রধান পরাজিত হয়। তার পরেই এদিন নতুন করে পুরপ্রধান নিয়োগ করে শপথ গ্রহন করা হয়।