নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: শনিবার ৬,জুলাই :: জলপাইগুড়িতে শনিবার সকাল থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। ফুঁসছে তিস্তা, জলঢাকা নদী সহ করলা নদী সহ বাড়ছে জেলার অন্যান্য নদীর জল। তিস্তা নদী সংলগ্ন ময়নাগুড়ি ব্লকে বেশ কিছু এলাকায় জল ঢুকে জলমগ্ন। চিন্তায় বাসিন্দারা। জলপাইগুড়ি তিস্তা ব্যারেজ থেকে শনিবার সকাল ছটায় ২৯৬৯.০২ কিউসেক জল ছাড়া হয়েছে।
ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাকালি সর্দারপাড়া গ্রামে বেশকিছু পরিবার বলে দাবি ওই এলাকার বাসিন্দাদের । জানা গেছে যে বেশ কয়েকদিন থেকে জলমগ্ন হয়ে আছে । শুকনো খাবার বিস্কুট খেয়ে আছে। রান্না করার পরিস্থিতি নেই বলে অভিযোগ ।
সর্দার পারা গ্রামের স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম বলেন প্রশাসন এর কাছে আবেদন আমাদের বাঁধ তৈরি করে দিলে আমরা খুব উপকৃত হবো তিস্তার জল বাড়লে আমার রক্ষা পাবো।