নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: শুক্রবার ১৮,জুলাই :: মেখলিগঞ্জ শহর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ যোগদান সভা অনুষ্ঠিত হল। এই সভায় মেখলিগঞ্জ ব্লকের বাগডোগরা ফুলকাডাবরি অঞ্চলের ২৮টি পরিবার
বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং এদিনের সভায় বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও সক্রিয় কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন:—
বাপ্পা রায় পাটোয়ারী — মেখলিগঞ্জ বিধানসভা IT Cell ইনচার্জ, মনোজিত রায় — যুব মোর্চার সদস্য, সৌমেন রায় (কিনকর) — বিজেপি IT Cell সদস্য, সরেন বর্মন — বিজেপি IT Cell সদস্য,শঙ্কর বর্মন — বিজেপির বুথ সহ-সভাপতি।
তারা সকলেই মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক শ্রী পরেশ চন্দ্র অধিকারীর হাত ধরে তৃনমূল কংগ্রেসে যোগদান করেন।বিধায়ক সহ উক্ত যোগদান সভায় উপস্থিত ছিলেন —
মেখলিগঞ্জ ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি কেশব চন্দ্র বর্মন, মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান শ্রী প্রভাত পাটনী, মেখলিগঞ্জ শহর INTTUC সভাপতি অমিতাভ বর্ধন চৌধুরী,বাগডোগরা ফুলকাডাবরি অঞ্চল সভাপতি জগবন্ধু রায় সহ অঞ্চলের অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব।