সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: বিনোদন ডেস্ক :: শনিবার ২৭, ডিসেম্বর :: বড়দিন মানেই দেব-ভক্তদের জন্য বাড়তি আনন্দ। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। জন্মদিন উপলক্ষে দর্শকদের ‘প্রজাপতি ২’ উপহার দিয়েছেন দেব। দিনকয়েক আগেই শুরু হয়েছিল সেলিব্রেশন, তবে সকলের নজর ছিল—রুক্মিণী কবে এবং কীভাবে শুভেচ্ছা জানান।
জন্মদিনের পরের দিন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সবাইকে চমকে দেন রুক্মিণী। জন্মদিনের রাতের একঝাঁক ছবিতে ম্যাচিং কালো পোশাকে ধরা দেন দেব-রুক্মিণী।
ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘মেগাস্টার বা সুপারস্টার নয়, শুধুমাত্র ভালোবাসা। সূর্য, পৃথিবী, চাঁদ—সব কিছু যেন ছুঁতে পারো তুমি। তোমার আগামী জীবনের জন্য অনেক শুভকামনা।’
বহু বছর ধরে দেব-রুক্মিণীর সম্পর্ক নিয়ে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে—কবে বসবে ‘প্রজাপতি’? জন্মদিনের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে রুক্মিণীকেও দেখা গেল। তবে উপহার নিয়ে প্রশ্নে দেবের মুচকি হাসি, ‘সবটা কি বলে দেবো? কিছু জিনিস গোপন থাকাই ভালো।’

